শীতে সৈকতে ঝাপটে পড়ে রঙ-বেরঙের অতিথি পাখির দল। আমতলী থেকে সড়ক পথে তালতলী উপজেলা হয়ে সড়ক পথে নলবুনিয়ার শুভ সন্ধ্যা সৈকতে পৌঁছাতে মাত্র এক ঘণ্টা সময় লাগে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে কুয়াকাটার এ বিকল্প সড়ক ও নদী পথে নলবুনিয়া শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ও পিকনিক স্পট ঘুরে, রাত্রে থাকার শু- ব্যবস্থার কারণে রাত্রিযাপন পর্যটকদের কাছে ভ্রমণের এক বাড়তি মাত্রা যোগ করেছে।
তালতলী বড়বগী ইউনিয়নের নলবুনীয়া সৈকতের অবস্থান। প্রায় তিন হাজার একরেরও বেশি খাসজমি নিয়ে বিশাল বেলাভূমি। বনবিভাগের মাইলের পর মাইল সংরক্ষিত ও হাতে তৈরি ঝাঊবন প্রকৃতির সব সৌন্দর্য যেন সাজিয়ে রাখা হয়েছে। এ বনাঞ্চলে বিরল প্রজাতির পাখিসহ মাঝে মধ্যে চোখে পড়বে বন্যশূকর, কাঠবিড়ালী, শিয়াল ও বানর।
তালতলীর প্রধান প্রধান নদী গুলো হল:
আন্ধারমানিক, বুড়িশ্বর নদী, পঁচাকড়ালিয়া নদী, পায়রা নদী ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস