গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যায়ল
(ত্রাণ শাখা)
তালতলী, বরগুনা।
স্মারক নং- উনিঅ/তাল/ত্রাণ/সেতু-কালভার্ট-১২৩ তারিখ : ২৭.১১.২০১৩ খ্রি:
(নোটিশ)
বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০১৩-১৪ অর্থ বৎসরে “গ্রামীন রাস্তায় ছোট ছোট (১২ মি. দৈর্ঘ্য পর্যন্ত) সেতু-কালভার্ট নির্মান (৩য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের জন্য গত ১২.১১.২০১৩ খ্রি: তারিখে দাখিলকৃত দরপত্রের ঠিকাদার নিয়োগের জন্য আগামী ০১.১২.২০১৩ খ্রি: তারিখ সকাল ১১:০০ ঘটিকায় নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে লটারী অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট দাখিলকৃত বৈধ সকল দরপত্র দাতাকে উল্লেখিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষতির
কাজী তোফায়েল হোসেন
উপজেলা নির্বাহী অফিসার
তালতলী, বরগুনা্
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS